ঢাকা: পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার বান্নু জেলায় টেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর একটি আস্তানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গোষ্ঠীটির হাফিজ গুল বাহাদুর গ্রুপের শীর্ষ কমান্ডার সিদ্দিকুল্লাহ গুরবাজও রয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) বান্নুর বাকাখেল এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, টিটিপি সদস্যরা পিটিআইয়ের সাবেক প্রাদেশিক মন্ত্রী শাহ মুহাম্মদ ওয়াজিরের জিরগা হল দখল করে সেটিকে ঘাঁটিতে রূপান্তর করেন। সেখানে আইইডি সংগ্রহ করার সময় বিস্ফোরণ ঘটে।এদিকে ডেরা ইসমাইল খানের উপকণ্ঠে খোই বাহারা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়ে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে যে খোয়ি বাহারা থানার আওতাধীন এলাকায় বন্দুকযুদ্ধটি ঘটে। পরে নিহতকে জিশান হিসেবে শনাক্ত করা হয়। জিশান পাঞ্জাবের ঝাঙ্গি চৌকি এবং লাখানি এলাকায় বেশ কয়েকটি ঘটনায় জড়িত ছিল বলে দাবি নিরাপত্তাবাহিনীর।প্রসঙ্গত, শনিবার কে-পি-র বিভিন্ন উপজাতি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে...