দিনভর হামলায় হত্যা করা হয়েছে অন্তত ৫৩ ফিলিস্তিনিকে। এরমধ্যে গাজা সিটিতেই হত্যা করা হয় ৩৫ জনকে। ভূখণ্ডটিতে অনাহারে মৃত্যু হয়েছে আরও দুইজনের। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। এছাড়া গাজা দখলে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে, হামাস নেতাকে হত্যার উদ্দেশে দোহায় হামলার পর ইসরাইলকে নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ফিলিস্তিনের গাজা ও মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য ইসরাইলকে শাস্তি দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। কাতারের দোহায় আরব ইসলামি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা, উচ্ছেদ অভিযানসহ ইসরাইলের বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে দ্বৈত...