নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজে ৫০ কোটি টাকার ঋণ সংগ্রহ করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের আমিন কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে অংশ নেয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। ঋণটি প্রদান করা হয়েছে ‘ফুড ভ্যালু চেইন ইম্প্রুভমেন্ট প্রোজেক্ট (এফভিসিআইপি)’-এর আওতায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো মূল্য-সংবেদনশীল তথ্যে জানানো হয়েছে, প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে নারায়ণগঞ্জের ইউনিট-১ (ললতি, কাঁচপুর, সোনারগাঁও) এবং ইউনিট-২ (মদনপুর, বন্দর) কারখানার বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপানশন) প্রকল্পে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জানিয়েছে,...