ভারতের আসাম রাজ্যে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। রাজ্যের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে জড়িত থাকায় গত ১২ সেপ্টেম্বর ওই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শাস্তির অংশ হিসেবে তাদের হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়। দ্রুতই তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে এনআইটি কর্তৃপক্ষ। গত ৮ সেপ্টেম্বর এনআইটিতে সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে এনআইটিতে পড়তে যাওয়া তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী নিজ দেশেরই শেষ বর্ষের আরেকদল শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে অভিযোগ উঠেছে। এর জেরেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এনআইটির পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য বলেন ‘আমরা বিষয়টি যথাযথভাবে তদন্ত করেছি এবং ৫ জন প্রধান অভিযুক্তকে একটি শিক্ষাবর্ষের...