আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে দাঁড়িপাল্লার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, জনগণ ন্যায়-ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা চায়, আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দাঁড়িপাল্লার প্রতীককে জয়ী করতে হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় নগরীর শুলকবহর এলাকার ডেকোরেশন গলিতে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন কাতালগঞ্জ ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শুরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। শামসুজ্জামান হেলালী বলেন, ‘আমি চাই এই আসনের কোনো মানুষ বেকার না থাকুক। সবার জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে চাই। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে বেকারত্ব দূর করার উদ্যোগ গ্রহণ করা।’ তিনি বলেন, বাংলাদেশের...