প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণ ও যুবকরা দেশের মূল চালিকাশক্তি। তারা দেশের পক্ষে জেগে উঠলে কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারবে না। এর প্রমাণ আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি। সোমবার রাজধানীর তেজগাঁও তার কার্যালয়ে আয়োজিত ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে নানান চ্যালেঞ্জ রয়েছে। তরুণরা তাদের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও কর্মমুখী কার্যক্রম এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের তরুণদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকারের নানান উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, তরুণরা দেশকে সমৃদ্ধ করার মূল কারিগর। তরুণ ও যুবকদের স্বাবলম্বী করতে পারলে দেশ এগিয়ে যাবে। তারুণ্যের শক্তিকে...