রোজারিওতে রবিবার রাতে দেখা গেল এক জাদুকরী মুহূর্ত। বোকা জুনিয়র্সের বিপক্ষে কর্নার থেকে সরাসরি গোল করে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন আনহেল ডি মারিয়া । ফুটবলের ভাষায় যাকে বলা হয় 'অলিম্পিকো গোল'—এমন বিরল দৃশ্য উপহার দিয়ে নিজের শহরে ফেরার উপলক্ষটিকে করে তুললেন তিনি অবিস্মরণীয়। জায়ান্টে দে আররয়িতো স্টেডিয়ামে ম্যাচে প্রথমে এগিয়ে যায় অতিথি বোকা জুনিয়র্স। ব্রায়ান আগুইরের পাসে গোল করে রদ্রিগো বাত্তাগলিয়া দলকে এগিয়ে দেন। মনে হচ্ছিল, জয় নিয়ে ফিরবে জাভিয়েরা। কিন্তু মাঠে তখনও নিজের সুর তোলেননি ‘এল ফিদেও’। একাধিকবার কর্নার থেকে গোলের চেষ্টা করেছিলেন ডি মারিয়া। অবশেষে তৃতীয় প্রচেষ্টায় তিনি অবাক করে দেন সবাইকে। কর্নার কিক থেকে বাঁ-পায়ের ঘূর্ণিতে বল সরাসরি জালে ঢুকে যায়, বোকা...