নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, প্যাট্রিক ম্যাকগভর্নের মৃত্যুর তথ্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেন জাদুঘর নিশ্চিত করেছে। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। প্যাট্রিক ম্যাকগভর্ন পুরোনো মদ্যপ পানীয় আবিষ্কারের পাশাপাশি পুনরায় তা তৈরি করেছিলেন। তিনি যে মদ নিয়ে গবেষণা করেন, সেই মদ পাওয়া যায় রাজা মিডাসের সমাধিতেও। নিউ ইয়র্ক টাইমস বলছে, আমেরিকান প্রাচীন খাদ্য বিশেষজ্ঞ প্যাট্রিক ম্যাকগভর্ন পেনসিলভানিয়া মিউজিয়াম বিশ্ববিদ্যালয়ের বায়োমোলিকুলার আর্কিওলজি ল্যাবরেটরি ফর কুজিন, ফার্মেন্টেড বেভারেজ এবং হেলথের বৈজ্ঞানিক পরিচালক ছিলেন। তিনি নৃবিজ্ঞানের একজন সহযোগী অধ্যাপকও ছিলেন। প্রাচীন পানীয়ের...