ঢাকা: ভারতের আসামের শিলচরে অবস্থিত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি’ (এনআইটি)-তে ছাত্র সংঘর্ষের ঘটনায় পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।গত ৯ সেপ্টেম্বর, এনআইটির ক্যাম্পাসে বাংলাদেশি তৃতীয় বর্ষের একদল ছাত্র একই দেশের ফাইনাল বর্ষের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। ঘটনার তদন্ত শেষে কলেজ কর্তৃপক্ষ গত ১২ সেপ্টেম্বর অভিযুক্ত পাঁচজনকে একাডেমিক কার্যক্রম ও হোস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের দ্রুতই বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রিমিয়াম শিক্ষা প্রতিষ্ঠান আসামের এনআইটি’র ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য এই ব্যাপারে বলেন ‘আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি এবং অবশেষে পাঁচজন প্রধান অভিযুক্তকে একটি শিক্ষাবর্ষের জন্য বরখাস্ত করেছি। ওই পাঁচ শিক্ষার্থী যে ক্যাম্পাসের ভেতর সহিংসতার ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিল, আমাদের কাছে তার পর্যাপ্ত প্রমাণ আছে। এই...