কুমিল্লা নগরীর শান্ত ভোর মুহূর্তেই পরিণত হয় ছিনতাই আতঙ্কে। শহরের ঘুম ভাঙার আগেই সকালের পথচারীরা ও দূরবর্তী গন্তব্যের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েন ছিনতাইকারীর খপ্পরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের ফাঁকা সড়ককে টার্গেট করে দাপট দেখাচ্ছে ছিনতাইকারীরা। মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুহূর্তেই লুটে নিচ্ছে সর্বস্ব। কখনো টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নগরীর কাপ্তান বাজার এলাকার বাসিন্দা মো. মঈনুল ইসলাম ঢাকা যাওয়ার জন্য রওনা হন। বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর রাস্তায় একটা সিএনজিচালিত অটোরিকশা আসে। তিনি সেই অটোরিকশাতে ওঠেন। অটোরিকশার পেছনে আগে থেকেই দুজন যাত্রী বসা। সামনে চালকসহ দুজন। মঈনুল পেছনে বাম পাশের সিটে বসেন। আদালতের উত্তর গেটে আসার...