১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দৌলতপুর-চুকনগর সড়কের শাহপুর এলাকায় ট্রাক চাপায় মোস্তফা (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, নিহত মোস্তফা শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে। সে স্থানীয় মধ্যমগ্রাম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সকালে মধ্যমগ্রাম কলেজ গেটের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকালের বৃষ্টিতে সদরপুরে রোপা আমন চাষিদের মুখে হাসি নতুন ওয়াকফ আইনের বিতর্কিত ধারা স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট চাকসুতে জিতলেও হওয়া...