রুশ ড্রোন অনুপ্রবেশে সতর্ক অবস্থানে রয়েছে ন্যাটো। রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করাই এখন আকাশ প্রতিরক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ১১০ সেপ্টেম্বর ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ওইদিন ১৯টি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করে। তবে বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। ইতালির ট্যাংকার এবং জার্মানির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও রুশ ড্রোন প্রতিহত করতে পোল্যান্ডের সঙ্গে অংশ নেয়। তবে পোল্যান্ড ও নেদারল্যান্ডসের যুদ্ধবিমান কেবল অল্প কয়েকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এটাকে ‘খুব সফল প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন। গত ১৩ সেপ্টেম্বর রোমানিয়াও তাদের আকাশে রুশ ড্রোন প্রবেশের খবর নিশ্চিত করে। একই দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে অনাগ্রহ দেখিয়ে বলেন, ‘এটা আমাদের যুদ্ধ নয়।’ এখন প্রশ্ন...