৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দুই মাস ১৬ দিন পার হলেও এখনো সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়নি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন প্রার্থীরা। তারা বলছেন, এ বিলম্ব অযৌক্তিক ও বৈষম্যমূলক। এমন অবস্থায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বিপিএসসির সামনে এক মানববন্ধনে প্রার্থীরা দ্রুত পুনঃফলাফল প্রকাশ, বিধি সংশোধনের নথি মন্ত্রণালয়ে প্রেরণ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ ৩ বছর ৭ মাস অপেক্ষার পর ৩০ জুন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলেও এর পরবর্তী ধাপ এখনো শুরু হয়নি, যা প্রার্থীদের জন্য চরম উদ্বেগ ও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রার্থীরা জানান, চূড়ান্ত ফলাফল ঘোষণার পর ইতোমধ্যে ২ মাস ১৬ দিন অতিক্রান্ত হলেও বিপিএসসি সুপারিশপ্রাপ্তদের নথি, গেজেটসহ পরবর্তী...