১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম সিলেটের জকিগঞ্জ উপজেলার আট্রগ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিযোগিতা শেষে বাটইশাই গ্রামের একটি নৌকা সুরমা নদী দিয়ে ফেরার পথে ডুবে যায়। এসময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের বাসিন্দা হাসিম আলী (৫৫) নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীর আশপাশে সতর্ক দৃষ্টি রাখার জন্য প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: মির্জা ফখরুল মীলাদুন্নবী নিয়ে ব্যঙ্গ শানে রিসালতের অবমাননা: নজমুল হুদা চৌদ্দগ্রামে...