এশিয়া কাপ ক্রিকেট ২০২৫–এ পাকিস্তানকে ৭ উইকেটে সহজেই হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ভারত। তবে খেলার জয় ছাপিয়ে এখন আলোচনায় উঠে এসেছে ভারতের অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদাভের আচরণ। ম্যাচ শুরুর আগে ও শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যতার হাত মেলাননি তিনি। বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ মনে করেছে পাকিস্তান ক্রিকেট দল। এর প্রতিবাদে ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতায় অংশ নেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। ঘটনার পেছনে কাশ্মীর প্রসঙ্গকে দায়ী করছেন ক্রিকেটবোদ্ধারা। চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার রেশ এই ম্যাচে এসে পড়েছে বলেই মনে করা হচ্ছে। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদাভ বলেন,“এই বিশেষ মুহূর্তে আমি কিছু সময় নিতে চাই পেহেলগাম সন্ত্রাসী হামলার শিকারদের পরিবারের পাশে দাঁড়াতে। আমরা তাদের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি।” ভারতের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলেও,...