রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে, সেদিন অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন তিনি। তবে তাকে বদলি করা হলেও এখনও নতুন করে কাউকে ইউএনও পদে দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে গত শুক্রবার এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি বদলি করা হয়েছে। একই সঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. নাহিদুর রহমান ইউএনও...