বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের লোকোমোটিভ ঘাটতি কমাতে চীনের অনুদানে ২০টি নতুন মিটার গেজ লোকোমোটিভ আনার পরিকল্পনা চলছে। প্রায় প্রতিদিনই পুরনো ইঞ্জিন বিকল হওয়ার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং যাত্রীসেবায় সমস্যা তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি চীনের বাংলাদেশের জন্য বড় অনুদান। রেল মন্ত্রণালয় ইতিমধ্যেই ‘প্রকিউরমেন্ট অব ২০ মিটার গেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভস ফর বাংলাদেশ রেলওয়ে আন্ডার চায়না গ্রান্ট’ শীর্ষক প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠিয়েছে। প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) দ্রুত অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পিডিপিপি অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,৬৩৫ কোটি টাকা (প্রায় ১৩৩ মিলিয়ন ডলার)। এর মধ্যে চীন অনুদান হিসেবে দেবে ১,৫৯১ কোটি টাকা, এবং বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে যোগ করবে মাত্র ৪৪ কোটি টাকা। প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর...