তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে যায়। এতে বাসের সামনের দিকে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে এসে বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় এম জাফর আলী ও এসআই নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এম জাফর আলীকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় এসআই নিক্কন আঢ্যকে ঢাকায় স্থানান্তর করা হয়। তবে ঢাকা নেয়ার পথে নড়াইল সদর হাসপাতালে পৌঁছানোর পর রাত সাড়ে ১২টার দিকে তিনিও মারা যান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ বলেন,...