১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম ভারত-পাকিস্তান ম্যাচের সেই টানটান উত্তেজনা, রোমাঞ্চ যেন এখন আর নেই। একাধিপাত্যে ব্যবধানটা দিনকে দিন বাড়িয়েই চলেছে ভারত। পার্থক্যটা তারা আরও একবার বুঝিয়ে দিল গতকাল এশিয়া কাপে। দুবাইয়ে রোববার পাকিস্তানের ৯ উইকেটে করা ১২৭ রান ভারত পেরিয়ে যায় ৭ উইকেট আর ২৫ বল হাতে রেখেই। পাকিস্তানের এমন কোণঠাসা পারফরম্যান্সে অবশ্য এখন আর অবাক হন না শোয়েব আখতার। সাবেক এই তারকার মতে, পাকিস্তান এখন ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না। পিটিভি স্পোর্টসের ‘গেম অন হে’ অনুষ্ঠানে শোয়েব বলেন, ‘শুরুতে ব্যাট করুক কিংবা শেষে, পাকিস্তান ১৩০ রানের বেশি করতে পারত না। সেটাই হয়েছে। হতাশাজনক পারফরম্যান্স বলা যাবে না। ভালো ব্যাপার হচ্ছে, সাইম আইয়ুবকে আমরা নতুন স্পিনার হিসেবে পেয়েছি। ৩৫ রান দিয়ে...