দেশবরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরে দাফন করা হয়েছে। কুষ্টিয়া পৌর কবরস্থানে তার দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ফরিদা পারভীনের মরদেহবাহী ফ্রিজিং গাড়ি এসে পৌঁছায় কুষ্টিয়া পৌর কবরস্থানে। সেখানে রাত ৮টা ৪০ মিনিটে তার দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হয় পূর্ব নির্ধারিত কবরে। এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন কিংবদন্তীর লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। রবিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে শিল্পীর মরদেহ কুষ্টিয়ায় পথে রওনা হয়। এ সংঙ্গীত শিল্পীর ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরে ফরিদা পারভীনকে দাফন সম্পন্ন করা হবে বলে পূর্বেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিলো।...