এশিয়া কাপের মঞ্চে আবারও বাড়ল ভারত-পাকিস্তান ক্রিকেটের উত্তাপ। রোববারের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের হ্যান্ডশেক ছাড়াই সোজা ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তানি খেলোয়াড়রা অপেক্ষা করলেও দরজা বন্ধ করে দেন ভারতীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সূর্যকুমার যাদব আর শিভম দুবে মাঠ ছাড়ার পর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ হয়ে যায় এবং পাকিস্তান দল হ্যান্ডশেকের সুযোগই পায়নি।এর আগে টসের সময়ও একই রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা সতীর্থদের নিয়ে হ্যান্ডশেকের জন্য ভারতীয়দের দিকে এগিয়েও কোনো সাড়া পাননি।ভারতের এই অবস্থান কেবল মাঠের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নয়। এপ্রিল মাসে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা এবং মে মাসে ভারতীয় সেনাদের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত। সে আবহেই এশিয়া...