মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাকিব (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের উপরে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছে। এতে পৌর এলাকার ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিহত রাকিব মাদবর চরশ্যামাইল (জয় বাংলা ব্রিজ সংলগ্ন) এলাকার নাসির মাদবরের ছেলে এবং একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি। গত ১২ দিন আগে সে জামিনে এসেছে বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব মাদবর। এ সময় চাইনিজ কুড়াল ও দা নিয়ে ৫-৬ জন দুর্বৃত্ত প্রকাশ্যে রাকিবের ওপর অতর্কিত হামলা...