শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ঋণ চুক্তি করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সঙ্গে। বিআইএফএফএল জাপানের জাইকার অর্থায়নে পরিচালিত। এদিকে, মনোস্পুল বালাদেশ এবং মাগুরা মাল্টিপ্লেক্সের পরিচালনা পর্ষদ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তিনটির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এসব তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিআইএফএফএলের সঙ্গে অলিম্পিকের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বিআইএফএফএল থেকে ৫০ কোটি টাকা ঋণ নেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। যা দিয়ে নারায়ণগঞ্জে স্থাপিত ইউনিট ১ ও ২ এর সম্প্রসারণ করা হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত মনোস্পুল বালাদেশের পর্ষদ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নিজস্ব অর্থায়নে হট স্ট্যাম্পিং মেশিন, ইঙ্কজেট লিথু মেশিন, মিয়াকোসি এ৪ কাটিং মেশিন এবং ৬টিপিএইচ স্টিম গ্রীণ ব্রয়লার কেনা হবে। এতে করে...