জাপানের চাহিদা অনুযায়ী আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) ও বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মী বা স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) এই দুই ক্যাটাগরিতে কর্মী পাঠানো হবে। জাপানি ভাষা ও দক্ষতায় পাস করলেই নামমাত্র খরচে কাজের জন্য জাপানে যাওয়া যাবে। গত ২৯ মে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরের সময় তিনটি জাপানি কোম্পানির সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এই সমঝোতা স্মারকটি হচ্ছে দক্ষতা ও ভাষা উন্নয়নে মানবসম্পদবিষয়ক স্মারক। এই সমঝোতা স্মারকের প্রথমটি বিএমইটি ও কাইকম ড্রিম স্ট্রিট (কেডিএস) এবং দ্বিতীয়টি বিএমইটি, জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস (জাপানে ৬৫টির বেশি কোম্পানির একটি ফেডারেশন) ও জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির (জেবিবিআরএ)...