লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এরই মধ্যে নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। আজ সোমবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে তলিয়ে গেছে হাতীবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার ১২ গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে চার হাজারের বেশি পরিবার। ডুবে গেছে আমন ধানের বীজতলাসহ ও ফসলি জমি। বন্যা পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এর আগে, রোববার দুপুরে দেওয়া এক বার্তায় দেশের অভ্যন্তরে ও ভারতে ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের চার জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও...