সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ আদেশ জারি করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিসি সারওয়ার আলম জানান, নোটিশের ব্যাপারে তার কিছু জানা নেই। এখনো এ ধরনের কিছু পাননি তিনি।আরো পড়ুন:মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিবশাবিপ্রবিতে প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ শাবিপ্রবিতে প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ শোকজ পাঠানোর বিষয়টি গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে জানান খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে এ...