সম্প্রতি ফ্রেশ এলপি গ্যাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রিটেইলার কনফারেন্স ও সেফটি সেমিনার ‘অগ্রযাত্রা’। ইতোমধ্যেই দেশের তিনটি জেলায় এ আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সেমিনারে এলপি গ্যাসের নিরাপদ ও কার্যকর ডিস্ট্রিবিউশন ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণের কৌশল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কক্সবাজার, রাজশাহী ও রংপুরে ইতোমধ্যেই এ আয়োজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সেশনে ১৫০ জনেরও বেশি রিটেইলার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের আয়োজন বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে রিটেইলাররা নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হন এবং গ্রাহক পর্যায়ে সেবার মানোন্নয়নে অনুপ্রাণিত হতে পারেন। ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা বলেন, ফ্রেশ এলপি গ্যাস বিশ্বাস করে, সঠিক গুণগত মানসম্মত...