রোববার দুপুর ১টা ৩০ মিনিটে 'পিএ-৩১৪: আরবান গভর্নেন্স ইন বাংলাদেশ' কোর্সের পরীক্ষা ছিল। সেমিস্টার শুরু হয় ৫৯ জন নিয়ে। তবে, সেই তালিকা থেকে একজন আর ফিরে আসেননি, বসেননি পরীক্ষায়। সহপাঠীরা সুমাইয়ার স্মরণে তার সিটটি খালি রাখেন। সেখানে রাখা হয় একটি খাতা ও একটি ফুলের তোড়া। পরীক্ষার হলে প্রবেশের মুহূর্তে সহপাঠীদের চোখ ভিজে ওঠে স্মৃতিচারণে।সুমাইয়ার সহপাঠী মন্দিরা দাস বলেন, আজ আমরা শেষ পরীক্ষা দিলাম, কিন্তু সুমাইয়া ছাড়া এই পরীক্ষা কোনোভাবেই পূর্ণতা পেল না। তার খালি সিট যেন আমাদের মনে করিয়ে দিল, আমরা কী ভয়াবহ ক্ষতি সহ্য করেছি।আরেক সহপাঠী সজিব আহসান বলেন, এই মর্মান্তিক এবং হৃদয়বিদারক অঘটন কয়েকদিন যাবত আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। আমরা কখনো এরকম দিনের সম্মুখীন হবো ভাবিনি। গত ৩টি কোর্সের পরীক্ষা দিয়েছিলাম সবাই একসাথে। শেষ পরীক্ষা দিয়ে স্বস্তি...