এদিকে, আজ সোমবার আদালতে তার রিমান্ড শুনানির কথা রয়েছে। এর আগে শনিবার তাকে আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গতকাল তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে পুলিশ।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার সন্ধ্যায় বলেন, এনায়েতের বিরুদ্ধে করা মামলার তদন্ত আমরা করব। তবে এখনো মামলার নথি আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। আমরা এরই মধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সংশ্লিষ্ট তথ্যগুলো নিয়ে কাজ শুরু করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যও যাচাই করা হচ্ছে। বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। রিমান্ডে নিয়ে তথ্যগুলো সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।তিনি বলেন, এ ষড়যন্ত্রমূলক কার্যক্রমে আরও কারা জড়িয়েছেন, তারা কতদূর এগিয়েছেন, তা গুরুত্ব সহকারে দেখা হবে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।রমনা থানা পুলিশ...