নিবন্ধনের জন্য আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের বাছাই সংক্রান্ত কমিটি। মাঠ পর্যায়ে পাওয়া তথ্য যাচাই করে সেগুলো মিলিয়ে দেখতে ডজনখানেক দলের প্রতিনিধিদের ডাকা হয়েছে আগারগাঁও নির্বাচন ভবনে। রোববার অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন আমজনতার দল, বাসদ (মার্কসবাদী), নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জাতীয় জনতা পার্টি (ওসমানী), মৌলিক বাংলা, জনতার দল, বাংলাদেশ বেকার সমাজ, জাসদ (শাহজাহান সিরাজ), ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশের কমিনিস্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা। সোমবার আরও কিছু দলের প্রতিনিধিরা সাক্ষাৎ করবেন। আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেন, “আমরা কতগুলো জেলা, উপজেলা কমিটি জমা দিয়েছি তা মিলিয়ে দেখা হচ্ছে। মাঠের তথ্যের সঙ্গে আমরা যে তথ্য দিয়েছিলাম সেটি ক্রস...