টসের সময় হাত মেলালেন না দুই অধিনায়ককে। এই নিয়ে ঢাক গুড়গুড় চলল ম্যাচজুড়ে। ম্যাচের পরেও সেটির পুনরাবৃত্তি। দুই দলের ক্রিকেটারদের সৌজন্যমূলক করমর্দন দেখা গেল না। সেটির প্রতিবাদে পুরস্কার বিতরণী আয়োজন বয়কট করলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। সেই মঞ্চেই ভারতীয় অধিনায়ক তুলে আনলেন পেহেলগাম হামলার প্রসঙ্গ। জয় উৎসর্গ করলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হলো ম্যাচ রেফারিকে নিয়েও। সব মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটীয় লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠল যেন যুদ্ধের ময়দান! গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নানা ঘটনাপ্রবাহে যুদ্ধ শুরু হয়েছিল দুই দেশের। সেই যুদ্ধ পরে থেমে গেলেও উত্তেজনার রেশ রয়েই যায়। সেটির জের ধরেই এবার এশিয়া কাপ নিয়ে ছিল অনিশ্চয়তা। ভারতের রাজনীতিবিদদের অনেকে ও বেশ কজন সাবেক ক্রিকেটার ভারতীয় বোর্ডের...