আটটি গান দিয়ে একক সংগীতানুষ্ঠান 'রংধনু রং' নিয়ে আসছেন নব্বই দশকের শুরুর দিকে ‘রং নাম্বার’ গান দিয়ে পরিচিতি পাওয়া গায়ক আদনান বাবু। বাংলাদেশ টেলিভিশন-বিটিভির জন্য অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। আদনান বাবু গ্লিটজকে জানিয়েছেন, শিগগিরই প্রচারে আসবে ‘রং নাম্বার’। আদনান বাবু জানিয়েছেন, আটটি গানের মধ্যে শ্রোতাপ্রিয় গান 'রং নাম্বার টেলিফোনে' ,'ইত্তেফাকের ষষ্ঠ পাতায়', 'দুর থেকে দুরে' রাখা হয়েছে। এছাড়াও এই শিল্পী শোনাবেন আধ্যাত্মিক, কাওয়ালি ঘরানাসহ সম্পূর্ন নতুন চারটি গান। বাবুর সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর কণ্ঠ দেওয়া দ্বৈত গান 'প্রেমের বেড়াজালে' শোনা যাবে অনুষ্ঠানে। এছাড়া ‘পুরস্কার’ সিনেমার 'হারজিৎ চিরদিন থাকবে' গানটিও শোনাবেন এই শিল্পী। আদনান বাবু বলেন, "অনুষ্ঠানে তিনটি গানের সঙ্গে রয়েছে কোরিওগ্রাফি, নির্দেশনা দিয়েছেন নৃত্য পরিচালক কবিরুল ইসলামের রতন। আশা করছি অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।" অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থণা ও সংগীত পরিচালনা করেছেন...