কেন উইলিয়ামসনের ইচ্ছের তালিকা থেকে বাদ পড়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। আগামী মাসে দেশের মাঠে তিন ম্যাচের ছোট্ট টি-টোয়েন্টি সিরিজটিতে খেলবেন না নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান। নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে আসার পর জাতীয় দলের ম্যাচ বেছে বেছেই খেলে থাকেন উইলিয়ামসন। মূলত বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেই নিজ দেশের চুক্তিতে থাকেননি নিউ জিল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। গত মাসে জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে খেলেননি উইলিয়ামসন। ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান তখন মিডলসেক্সের হয়ে খেলেছেন কাউন্টি ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্টে, লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন দা হান্ড্রেড টুর্নামেন্টে। দেশের হয়ে সবশেষ খেলতে দেখা গেছে তাকে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও উইলিয়ামসনের সঙ্গে ‘ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট’ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট, যেখানে দুই পক্ষের সমঝোতায় কিছু সিরিজ-টুর্নামেন্ট খেলা হবে।...