এ মামলায় গতকাল সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলায় গ্রেফতার থাকা আট আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য উপস্থাপন হয়েছে। এর পর সাক্ষ্যগ্রহণের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি বিচারপতি নজরুল ইসলাম। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ছাত্র-জনতার গণ-আন্দোলন চলার সময় গত বছর ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পাঁচজনের লাশের সঙ্গে মরণাপন্ন একজনকে পোড়ানোসহ মোট ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে...