জমজমাট ভিড়, আলো ঝলমলে গ্যালারি—সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল ভারত-পাকিস্তান লড়াই মানেই হাড্ডাহাড্ডি উত্তেজনা। কিন্তু মাঠে দৃশ্যটা হলো একেবারেই উল্টো। পাকিস্তানের বাজে পারফরম্যান্সে ভারত সহজেই ম্যাচ জিতে নিল ৭ উইকেট হাতে রেখে। নিজ দেশের ক্রিকেটাদের এমন জঘন্য পারফরম্যান্সে সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।সাবেক এই ফাস্ট বোলার মনে করেন, পাকিস্তান দলের বর্তমান ক্রিকেটাররা ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না। এই দলের কাছে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা না করার কথাও বলেন তিনি।ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে শোয়েব আখতার বলেন, ‘আগে ব্যাট করুক কিংবা পরে পাকিস্তান ১৩০ এর বেশি করতে পারত না। সেটাই হয়েছে। হতাশাজনক পারফরম্যান্স বলা যাবে না। ভালো দিক হলো সাইম আইয়ুবকে আমরা স্পিনার হিসেবে পেয়েছি। খুব ভালো ব্যাপার।’পাকিস্তানের ক্রিকেটারদের কোনো কৌশল নেই বলেও মন্তব্য করেন সাবেক...