অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। এরপর সাত বছর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র ‘লাভ সোনিয়া’ দিয়ে অভিষেক ঘটে তার। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি। ছবিটি শুধু দর্শকদের আবেগ ছুঁয়েছিল না; বরং প্রমাণ করেছিল ম্রুণালের অসাধারণ প্রতিভাও। খবর : বলিউড হাঙ্গামাঅভিনেত্রীকে এরপর থেকে পেছনে ফিরে তাকাননি। বলিউডে সাফল্য পাওয়ার পাশাপাশি তিনি তেলেগু সিনেমায়ও কাজ করেছেন এবং বর্তমানে তিনি প্যান-ইন্ডিয়া অভিনেত্রী হিসেবে সমান জনপ্রিয়।এই বিশেষ দিনে ম্রুণাল ইনস্টাগ্রামে লিখেছেন আবেগঘন বার্তা। তিনি লিখেছেন, ‘৭ বছর আগে জীবন আমাকে সবচেয়ে অপ্রত্যাশিত উপহার দিয়েছিল লাভ সোনিয়ার মাধ্যমে। আমি তখন ছোট এক শহরের মেয়ে, হৃদয়ে বড় স্বপ্ন নিয়ে, আর হাজারো মানুষের মধ্যে যেন সোনিয়া আমাকেই বেছে নিয়েছিল। সেই সিনেমা ছিল শুধু আমার অভিষেক...