ভারত-পাকিস্তান মানেই ক্রিকেটপ্রেমীদের বাড়তি উত্তেজনা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাঠের লড়াইতে সেই তীব্রতা যেন মিলিয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি শুরুতে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। পাকিস্তানের দেওয়া ১২৮ রানের টার্গেটে জয় পেতে বেগ পেতে হয়নি ভারতীয় ব্যাটারদের। সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।মাত্র ১২৮ রানের লক্ষ্য ১৫.৫ ওভারেই ছুঁয়ে ফেলে সুর্যকুমার যাদবের দল। পরপর দুই ম্যাচে বড় ব্যবধানের জয়ে সুপার ফোরের টিকেট অনেকটাই নিশ্চিত করে ফেলল ভারত। আর দুই ম্যাচে এক জয়, এক পরাজয়ে পাকিস্তানকে অপেক্ষায় থাকতে হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য। পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে তিনটি উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে। অধিনায়ক সূর্যকুমার যাদব ৫টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন। উদ্বোধনী ব্যাটসম্যান...