নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কেন্দ্রীয়ভাবে ঘোষিত ফলাফলের সঙ্গে হলভিত্তিক ফলাফলে গরমিল পাওয়া গেছে ১৮ প্রার্থীর ভোটের অঙ্কে। এই গরমিল নিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই ১৮ জন প্রার্থীর মধ্যে ৯ জনের ভোট কম এবং ৯ জনের ভোট বেশি দেখানো হয়েছে।উদাহরণস্বরূপ: আসিফ আব্দুল্লাহ (ছাত্র পরিবহন সম্পাদক): হলভিত্তিক ভোট ৯১০১, কিন্তু কেন্দ্রীয় ফলে লেখা হয়েছে ৯০৬১। মাজহারুল ইসলাম (ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক): ৫০০ ভোট কম। সদস্য পদে সর্বমিত্র চাকমা ও আবিদ আব্দুল্লাহ-এর যথাক্রমে ৫৬০ ও ৪০ ভোট কম। রিয়াজ উদ্দিন আহমেদ (সহ-সভাপতি): প্রকৃত ভোট ৬, কেন্দ্রীয় ফলে ৮। ফাতিন ইশরাক (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক): ২০১১ → ২০২১। এই ভোট গরমিল প্রসঙ্গে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন বলেন:“ভোট গণনার সময় সবাই...