জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, একটা খবর হচ্ছে, ‘সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদে, বদলে যেতে পারে নামও’। গণতান্ত্রিক ছাত্র সংসদ মানে এনসিপির ছাত্র সংগঠন। মহা ধুমধামে তারা এটা গঠন করছিল। কত মান অভিমান এবং বহু উত্তেজনার পর বছর খানিক আগে বা সাত আট মাস হবে এটা গঠন হয়েছে। এখন সেই উত্তেজনা ঠুস, নাই। তিনি বলেন, আসলে শুরুতেই ভুল ছিল। নেপালের ঘটনা থেকে শিক্ষা নেন। নেপালে এতো বড় একটি ছাত্র বিক্ষোভ হলো। ওদেরকে বলা হলো, তোমরা সরকারে আসো। ওরা বলছে, না এটা আমাদের কাজ না। সরকার আপনারা চালান। যার কারণে আমাদের এই আন্দোলন সেই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন, মানে ধারণ করবেন। দেশটির নতুন সরকার প্রধান সুশীলা কার্কি বলছেন, যারা বিক্ষোভ করছে, সহিংসতা করছে, লুটপাট করছে, চাঁদাবাজি করছে, ভাঙচুর করছে তাদেরকেও ছাড়বে...