দেশের নেতৃস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘অ্যাগ্রিগেটস কি পার্টনার্স মিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সহযোগিতা, সাফল্য এবং ভবিষ্যৎ অঙ্গীকার উদযাপনের লক্ষ্যে কোম্পানিটি তাদের ব্যবসায়িক পার্টনারদের নিয়ে এই অনুষ্ঠানের অয়োজন করে। লাফার্জহোলসিম বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ১২টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে লাফার্জহোলসিম। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ক্রাউন সিমেন্ট পিএলসি, প্রিমিয়ার সিমেন্ট মিলস লি., আমান সিমেন্ট মিলস লি., মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন, নেশন টেক কমিউনিকেশনস লিমিটেড, হেগো মীর আখতার জয়েন্ট ভেঞ্চার লি., এবিসি বিল্ডিং প্রোডাক্টস লি., কনকর্ড রেডিমিক্স অ্যান্ড কংক্রিট, সিডিসি কংক্রিট লি., মেসার্স রিশাদ স্টোন প্রসেসিং প্লান্ট, মেসার্স জুহান কন্সট্রাকশন এবং মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ। সহযোগিতা, অর্জন এবং উন্নতির এই উদযাপনকে...