ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গা উপজেলায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ মোট ৯০ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ১০০ থেকে ১৫০ জনকে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মামলাটি করেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন:পিডিবির তার চুরি করতে গিয়ে গ্রেপ্তার ৯শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে। তাকে গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। মামলার দ্বিতীয় আসামি হলেন- হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়া। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আসামিরা আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ঢাকা-খুলনা...