মার্সেলের কর্মকর্তাদের সঙ্গে হেডকোয়ার্টার্স পরিদর্শনে আসা এসির বিজনেস পার্টনাররা। ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত মার্সেল পণ্যের বাজার সম্প্রসারণ ও দেশে উৎপাদিত প্রযুক্তি পণ্যের বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করতে জনপ্রিয় দেশিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের অর্ধশতাধিক বিজনেস পার্টনার গাজীপুরে মার্সেলের এয়ার কন্ডিশনার ফ্যাক্টরি পরিদর্শন করেছেন। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে এসির ফ্যাক্টরি পরিদর্শন আসেন সারা দেশের অর্ধশতাধিক বিজনেস পার্টনার। সকালে অতিথিরা মার্সেল হেডকোয়ার্টার্সে পৌঁছালে প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান। হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে মার্সেলের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। পরে তারা সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এরপর তারা মার্সেলের বিশ্বমানের এয়ার কন্ডিশনার উৎপাদন ইউনিট সরেজমিনে ঘুরে দেখেন। ঘুরে দেখেন মার্সেলের বিস্তৃত হেডকোয়ার্টার্স প্রাঙ্গণ। পরিদর্শন শেষে মার্সেলের বিজনেস পার্টনারগণ একটি ট্রেইনিং সেশনে অংশ নেন। যেখানে এসি সার্ভিসিং, আধুনিক...