বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা-হরতাল চলছে। আজ সোমবার সকাল ৬টা শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতালে দুরপাল্লাসহ জেলার ১৬টি অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে হাটবাজারের দোকানপাট ও ছোট যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে সর্বদলীয় কমিটি। গত বৃহস্পতিবার সর্বদলীয় কমিটি নতুন করে হরতালসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করে। আগামীকাল মঙ্গলবার ও বুধবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শিথিল করে আধাবেলা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে আগামী তিনদিনের হরতাল কর্মসূচির কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সোমবার প্রথমদিন সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এরপর দুইদিন মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা...