নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলছে। এ কাজে ফরম পূরণে সহায়তা করার জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক খুলেছিল ইসলামি ছাত্রশিবির কলেজ শাখা। রোববার সকালে সেখানে হামলা চালান ছাত্রদল নেতাকর্মীরা। তারা টেবিল-চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন এবং শিবির নেতাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলার বিষয়ে জানাতে বিকালে কলেজ প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলন করে শাখা ছাত্রশিবির। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, রোববার সকালে হেল্প ডেস্ক কার্যক্রমের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছিল। এ সময় নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান ছাত্রদলের চঞ্চল মিয়া, মাহবুব ভুঁইয়া ও লিখন প্রধান। তাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ সন্ত্রাসী হামলায় অংশ নেয়। এতে কয়েকজন আহত হন এবং কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তারা শিবির নেতাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে...