থাইরয়েড হলো গলার সামনের দিকে প্রজাপতির মতো একটি ছোট গ্রন্থি, একে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। সেই গ্রন্থি এক ধরনের হরমোন তৈরি করে মানুষের রক্তের মধ্যে সেটা মিশিয়ে দেয় এবং সেই হরমোন মানব শরীরের প্রায় প্রতিটি অঙ্গের মধ্যে কিছু কাজ করে। মানুষের বৃদ্ধিতে এবং কার্যক্ষমতার ওপর প্রভাব ফেলে। বাড়ন্ত বয়সে বুদ্ধিমত্তার ওপরও অনেক প্রভাব ফেলে। এটা মানবদেহের খুব উপকারী একটা উপাদান। তবে অনেক সময় থাইরয়েডের বিভিন্ন রোগ দেখা দেয়, যার মধ্যে সবচেয়ে জটিল থাইরয়েড ক্যানসার। মায়ো ক্লিনিকের এক প্রতিবেদনে চিকিৎসকরা এ বিষয়গুলো তুলে ধরেছেন। –ঘাড়ের ত্বকের মধ্যে হালকা চাকা বা গাঁট দেখা যাওয়া –জামার সঙ্গে ফিটিং শার্টের কলারগুলো টাইট লাগার অনুভূতি –কণ্ঠস্বরের পরিবর্তন, ফলে কর্কশতা বা ভিন্নতা দেখা দেয় এই লক্ষণগুলোর যেকোনো প্রকাশ ঘটলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। প্রাথমিক...