পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক। জয়ের পর টানলেন পহেলগাম এবং সেনা বাহিনীর প্রসঙ্গ। পাল্টা পাকিস্তানেরও। ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই হাই ভোল্টেজ। রোববার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে উত্তেজনার পারদ আরেকটু বেশি ছিল কারণ, অপারেশন সিঁদুরের পর এই প্রথম ভারত-পাকিস্তান ক্রিকেটের ময়দানে মুখোমুখি হলো। বস্তুত, পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা ঠিক হয়েছে কি না, তা নিয়ে এখনো বিতর্ক চলছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। তবে এদিন খেলার পর ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলিয়ে দিয়েছেন স্বয়ং ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্য। খেলা শেষে দ্রুত মাঠ ছাড়েন তিনি। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। ভারতীয় দল এবং সাপোর্ট স্টাফেরা ক্রিকেটীয় সৌজন্য দেখিয়ে মাঠে নেমেপাকিস্তানেরসঙ্গে হাত মেলাননি। এমনকী, ড্রেসিংরুমে ঢুকে তারা দরজা বন্ধ করে দেন, যাতে পাকিস্তানের ক্রিকেটারেরা সেখানে...