নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এই পদে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে ফিলিস্তিন ও সাইপ্রাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মাসের শেষ দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনের সময় বাংলাদেশ তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে। এই প্রচারণায় দেশের প্রধান উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বূর্ণ প্রতিনিধিরা অংশ নেবেন। ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশ-বিদেশে এই প্রচার কার্যক্রম চলবে। এই পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ সাধারণত পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে পালাক্রমে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করে। এবারের নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, ফিলিস্তিন ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এই নির্বাচনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন করে আসছে...