দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন আগামী ১৭ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে চীন সফর করবেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার বেইজিং পৌঁছাবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন চো। তার সঙ্গে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর দক্ষিণ কোরিয়া সফরের বিষয়টিও রয়েছে। শি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শীর্ষ কোরিয়ান কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রস্তাব করেছেন, ট্রাম্প যেন এ অঞ্চলে সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা...