১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম উপসাগরীয় দেশ কাতার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক দোহায় ইসরায়েলি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে কাতার-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রশংসা করলেও অন্যদিকে সতর্কবার্তাও দিয়েছেন। তার মতে, কাতারকে তাদের ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক ভূমিকার কারণে আরও বেশি সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে তিনি ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, রোববার ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র হলেও তাদের অবস্থান এতটাই জটিল যে প্রতিটি বক্তব্য ও পদক্ষেপে রাজনৈতিক সতর্কতা অবলম্বন করতে হয়। এ সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও সতর্ক থাকার আহ্বান জানান। তার ভাষায়, “যখন আমরা আক্রমণ করি,...