এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। যে কোনো প্রশ্ন করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে। যখন যা কিছু মনে আসছে এআই চ্যাটবটের কাছে জানতে চাইছেন। পরামর্শ চাইছেন যে কোনো কিছুর।এমনকি মনের মতো ছবি বানিয়ে দেওয়া এডিট করে দিতে এআইয়ের জুড়ি মেলা ভার। এআই ছবি বানাতে টেক্সট-টু-ইমেজ প্রযুক্তি ব্যবহার করে। আপনি কী দেখতে চান সেটা লিখে দিলে এআই সেই বর্ণনার ভিত্তিতে ছবি তৈরি করে। যেমন ধরুন আপনি লিখলেন “সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে একজন মানুষ দাঁড়িয়ে আছে”, তাহলে এআই সেই অনুযায়ী ছবি বানিয়ে দেবে। এখন অনেক অনলাইন টুল ও অ্যাপ আছে যেগুলো দিয়ে সহজে ছবি তৈরি করা যায়। ১. ডেল·ই (ওপেনএআই-এর) – সহজ বর্ণনা থেকে বাস্তব বা কার্টুনধাঁচের ছবি বানাতে পারে। ২. ক্যানভা এআই – ডিজাইন করার...